Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র,পিরোজপুর

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন

সমাজকল্যাণ মন্ত্রণালয়।

 

বিশেষজ্ঞ চিকিৎসক এবং অত্যাধুনিক যন্ত্রপাতিতে সুসজ্জিত প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, পিরোজপুরে সম্পূর্ন বিনামূল্যে উন্নতমানের থেরাপি চিকিৎসার ব্যবস্থা রয়েছে।

(ক)ফিজিওথেরাপি, (খ)অকুপেশনাল থেরাপি,(গ)পূনর্বাসণ, (ঘ)শ্রবণ,দৃষ্টি  ভাষা শিক্ষন, (ঙ)অটিজম বিষয়ক সেবা , (চ)পক্ষাঘাত গ্রস্থদের সেবা ,(ছ)কাউন্সেলিং সচেতনতা কার্যক্রম (জ)মোবাইল থেরাপি ভ্যান সার্ভিস

সেবা কেন্দ্র থেকে যারা সেবা পেতে পারেন ঃ

  • স্ট্রোক প্যারালাইসিস
  • বাতব্যথা
  • কোমর ঘাড় ব্যথা
  • কনুই ব্যথা
  • মেরুদন্ডে ব্যথা
  • হাটুতে ব্যথা
  • স্পন্ডালাইটিস
  • আর্থাইটিস
  • মুখবাঁকা
  • পায়ের গোড়ালী ব্যথা
  • স্পোর্টস ও আঘাতজনিত সমস্যা

এ ছাড়াও বিভিন্ন ধরণের প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদেরকে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, পিরোজপুরে বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়।