Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কী ভাবে সেবা পেতে পারেন
বিস্তারিত

      ০১ সেবা গ্রহীতাদের ২(দুই)কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

      ০২। জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদের ফটোকপি।

      ০৩। প্রতিবন্ধিতার সনদপত্রের ফটোকপি/সুবর্ণ নাগরিক সনদের ফটোকপি (যদি থাকে)।

     সহায়ক উপকরণ প্রাপ্তির ক্ষেত্রে ঃ

      ০১। মোবাইল নাম্বার সহ প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা,প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র,পিরোজপুর  বরাবর

             আবেদন পত্র।

      ০২। প্রতিবন্ধিতার সনদপত্রের ফটোকপি/সুবর্ণ নাগরিক সনদের ফটোকপি -০১(এক)পাতা।

      ০৩। জন্মনিবন্ধন সনদপত্র/জাতীয় পরিচয় পত্রের ফটোকপি-০১(এক) পাতা।

      ০৪। ছবি পাসপোর্ট সাইজ -০২(দুই)কপি সকল আবেদন কারীর ক্ষেত্রে।

      ০৫। ছবি-৩ আর (ফুল) সাইজ-০১ (এক) কপি (শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য হুইলচেয়ার,ট্রাই    

            সাইকেল এবং ক্রাচ প্রাপ্তির  আবেদনের ক্ষেত্রে)।

সহায়ক উপকরণ বিতরণঃ-

প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র পিরোজপুর অস্বচ্ছল ও দ্বুস্থ প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার,সাদাছড়ি,হেয়ারিং এইড,ট্রাই সাইকেল,ক্রাচ,ওয়াকার,টয়লেট চেয়ার,স্টান্ডিং ফ্রেম ও কর্ণার চেয়ার বিতরণ করে।

নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী কর্ণার

অটিজমসহ নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডারে আক্রান্ত শিশুদের সেবা প্রদানের জন্য প্রবিন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র,পিরোজপুরে একটি সু-সজ্জিত নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী কর্ণার রয়েছে যেখানে প্রশিক্ষন প্রাপ্ত দক্ষ জনবল দ্বারা সেবা প্রদান ও কাউন্সেলিং করা হয়।