প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজেরই একটি অংশ প্রতিবন্ধিতা নয় কোন প্রতিবন্ধকতা, নয় কোন অভিশাপ। প্রতিবন্ধী জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে বর্তমান সরকার প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র চালু করে ২০০৯-১০ অর্থবছরে যার পরিপ্রেক্ষিতে ২০১১-২০১২ অর্থ বছরে পিরোজপুর জেলায় এর কাযক্রম সম্প্রসারিত হয়েছে।২০১২ সাল থেকে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, পিরোজপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের বিনামূল্যে বিভিন্ন থেরাপি সেবা প্রদান করে আসছে। প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা ও সহায়তার জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে বর্তমানে দেশের ৬৪টি জেলা সদর ও উপজেলায় মোট ১০৩টি সেবা ও সাহায্য কেন্দ্র রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস