প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা ও সহায়তার জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে বর্তমানে দেশের ৬৪ টি জেলা সদর ও ৩৯ টি উপজেলায় মোট ১০৩ টি সেবা ও সাহায্য কেন্দ্র রয়েছে।
প্রতিবন্ধিতার ধরণ ঃ
১. অটিজম
২. শারীরিক প্রতিবন্ধিতা
৩. মানসিক প্রতিবন্ধিতা
৪. দৃষ্টি প্রতিবন্ধিতা
৫. বাক প্রতিবন্ধিতা
৬. শ্রবণ প্রতিবন্ধিতা
৭. বুদ্ধি প্রতিবন্ধিতা
৮. শ্রবণ- দৃষ্টি প্রতিবন্ধিতা
৯. সেরিব্রাল পালসি
১০. ডাউন সিনড্রোম
১১. বহুমাত্রিক প্রতিবন্ধিতা
১২. অন্যান্য প্রতিবন্ধিতা
সেবা কেন্দ্র থেকে প্রদত্ত সেবা সমুহ ঃ
বিশেষজ্ঞ চিকিৎসক এবং অত্যাধুনিক যন্ত্রপাতিতে সুসজ্জিত প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, পিরোজপুরে সম্পূর্ন বিনামূল্যে উন্নতমানের থেরাপি চিকিৎসার ব্যবস্থা রয়েছে। নি¤েœ কেন্দ্র থেকে প্রদত্ত সেবা সমূহ তুলে ধরা হল ঃ
১. প্রতিবন্ধিতার ধরণ নির্ণয়।
২. ফিজিওথেরাপি।
৩. অকুপেশনাল থেরাপি।
৪. পুনর্বাসন।
৫. শ্রবণ, দৃষ্টি ও ভাষাশিক্ষন।
৬. অটিজম বিষয়ক সেবা।
৭. পক্ষাঘাত গ্রস্থদের সেবা।
৮. কাউন্সেলিং।
৯. সচেতনতা কার্যক্রম।
১০. মোবাইল থেরাপিভ্যান সার্ভিস।
সেবা কেন্দ্র থেকে যারা সেবা পেতে পারেন ঃ
১. স্ট্রোক প্যারালাইসিস
২. বাতব্যথা
৩. কোমর ঘাড় ব্যথা
৪. কনুই ব্যথা
৫. মেরুদন্ডে ব্যথা
৬. হাটুতে ব্যথা
৭. স্পন্ডালইটিস
৮. আর্থাইটিস
৯. মুখবাঁকা
১০. পায়ের গোড়ালি ব্যথা
১১. স্পোর্টস ও আঘাতজনিত সমস্যা
এ ছাড়াও বিভিন্ন ধরণের প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের কে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, পিরোজপুরে বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস